প্রতিবেদক: গাইবান্ধা সদরে স্ত্রী নাজমা বেগম (৩১) ও ছয় মাসের মেয়ে শামীমাকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড স্বামী। হত্যার অভিযোগে স্বামী ছামিউল ইসলামকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, ছামিউল ইসলামের তিন স্ত্রী। এ নিয়ে নাজমার সঙ্গে ছামিউলের ঝগড়া লেগেই থাকতো। বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী নাজমা ও তাদের শিশুকন্যা শামীমাকে গলা টিপে হত্যা করেন ছামিউল। টের পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
অভিযুক্ত ছামিউলকে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করারও প্রস্তুতি চলছে বলে জানান ওসি মেহেদী হাসান।