আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে স্বাধীনতাকামীদের সঙ্গে ভারতীয় সেনা বাহিনীর টানা ১৪ ঘন্টার বন্দুকযুদ্ধ শেষ হয়েছে। এতে এক সেনা জওয়ান ও দুই স্বাধীনতাকামী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক মেজরসহ ৩ জন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রবিবার সকাল পর্যন্ত এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
জানা গেছে, কাশ্মীরের ত্রালের নাজনিনপোরা গ্রামে হিজবুল মুজাহিদিন সংগঠনের সদস্যরা লুকিয়ে রয়েছে- এমন খবর পায় ভারতীয় সেনাবাহিনী। শনিবারই সেখানে পৌঁছে যান সেনারা। স্বাধীনতাকামীদের ঠেকাতে পুরো গ্রামই ঘিরে ফেলে জওয়ানরা।
যে বাড়িতে স্বাধীনতাকামীরা অবস্থান নিয়েছিল, সেই বাড়িটি ঘিরে ফেলে গুলি ছুঁড়তে থাকে সেনারা।
অন্যদিকে সেনা-স্বাধীনতাকামীদের সংঘর্ষ ঠেকাতে পাথর ছোঁড়েন স্থানীয় বাসিন্দারা। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক কনস্টেবলকেও বেধরক মারধর করা হয় বলে জানা গেছে।
রবিবার সকালে, ওই বাড়িটি বিস্ফোরণে গুড়িয়ে দেয় ভারতীয় সেনা বাহিনী।