প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় বাসে তল্লাশির সময় পুলিশের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে পুলিশের গুলিতে দুই হামলাকারী আহত হয়েছেন।
তারা হলেন- জসিম ও হাসান। তাদের বয়স ২২ থেকে ২৫ বছর।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে চান্দিনার কুটুম্বপুর এলাকায় এই ঘটনা ঘটে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস কুটুম্বপুর এলাকায় এলে হাইওয়ে পুলিশের একটি টিম বাসটি থামিয়ে তল্লাশি চালায়।
এসময় জসিম ও হাসান বাসটি থেকে দ্রুত নামার চেষ্টা করে। পুলিশ তাদেরকে নেমে যাওয়া নিয়ে বাধা ও প্রশ্ন করলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দ্রুত দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদেরকে গুলি করে।
পরে আহতাবস্থায় উদ্ধার করে তাদেরকে চান্দিনা হাসাপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে।
পুলিশের ধারণা, হামলাকারীরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য।
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।