প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগের কালুনগর মিয়াবাড়ী বস্তিতে আগুন লেগেছে। এতে প্রায় ৮০টি ঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আতাউর রহমান জানান, রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান তিনি।