প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন স্থান থেকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সন্দেহভাজন ২৪ সদস্যকে আটক করেছে র্যাব-৩। এ সময় লিবিয়া ফেরত ২৭ জনসহ ৩৭ জনকে উদ্ধার করা হয়।
বুধবার সকালে র্যাব-৩-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬ লাখ টাকা ও বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ করা হয়।
একই খুদে বার্তায় জানানো হয়, অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে রাজধানী থেকে ১০ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে পাচার হওয়া লিবিয়াফেরত ২৭ ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে।
পরে সাংবাদিকদের বিস্তারিত তথ্য ব্রিফ করবে বলে জানিয়েছে র্যাব।