আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র।
তিনি বলেছেন, হোয়াইট হাউজে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখনো দুই নেতার বৈঠকের বিষয়ে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের সঙ্গে বৈষম্যমূলক আচরণ এবং ইসরাইলের পক্ষে কাজ করার অভিযোগ উঠে। এরই মধ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি অবলম্বনে