প্রতিবেদক: গাইবান্ধার এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি কর্নেল (অব) ডা. আবদুল কাদের খাঁনের ফের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগেও একাধিক বার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোইনুল হাসান ইউসুফ এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার ইন্সপেক্টর মোস্তারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ত্র মামলায় আবারও তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টারপাড়া) এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
২১ ফেব্রুয়ারি হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা সাবেক এমপি কর্নেল (অব.) আব্দুল কাদের খাঁন গ্রেফতার করা হয়। পুলিশ তাকে ১০ দিনের রিমান্ড নেয়। রিমান্ডের চতুর্থ দিন ৫ ফেব্রুয়ারি হত্যায় সংশ্লিষ্টতার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।