প্রতিবেদক: নোয়াখালীতে মূল্যবান কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি কষ্টিপাথরের কি-না তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের ভাওকোর্ট গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
জয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আকবর পলাশ জানান, পুুকুরে মাছ ধরতে গিয়ে মূর্তিটির সন্ধান পান আবু তাহের। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে।
মূর্তিটি আসলে কষ্টিপাথরের কি-না তা পরীক্ষা-নিরীক্ষা করা পর বলা যাবে বলে জানান তিনি।
সোনাইমুড়ী থানার ওসি (তদন্ত) জয়দেব জানান, বর্তমানে মূর্তিটি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।