1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

ফেসবুক সদর দফতরে ‘বাংলাদেশ ডেস্ক’ চাইবে সরকার

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৩২৭ বার

প্রতিবেদক : নিজ নিজ দেশের সংস্কৃতির ওপর ভিত্তি করে সমস্যার সমাধান করতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের জন্য আদালা ডেস্ক রাখার অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘যেহেতু ফেসবুক সারা বিশ্বে চলে, তাই বাংলাদেশসহ অন্যান্য দেশের জন্য যাতে আলাদা আলাদা ডেস্ক রাখা হয় সে অনুরোধ জানানো হবে।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণারয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ৩০ মার্চ সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে সেগুলো নির্ধারণ করা হয়।

তারানা হালিম বলেন, ‘আমরা ‍অনুরোধ জানাবো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটে এমন বিষয়ে প্রতিকার সংক্রান্ত সহযোগীতা চাওয়া হবে। তদন্ত চলছে এমন সব মামলার বিষয়ে তথ্য চাইবো। ফেসবুক অ্যাকাউন্ট খুলতে ভেরিফিকেশন নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন চাইবো।’

ফেসবুক যদি সরকারের আহ্বানে সাড়া না দেয়, তাহরে কি ফেসবুক বন্ধ করে দেওয়া হবে? এমপ্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমাদের আহ্বানে ফেসবুক সাড়া না দিলে আমরা ফেসবুক বন্ধ করবো না। আমাদের বিশ্বাস দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব।’

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog