1. sardardhaka@yahoo.com : adminmoha :
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৫ অপরাহ্ন

অনেক সন্তানের মা হতে চান প্রিয়াংকা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ১৯৯ বার

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বিশ্বজুড়ে তার ব্যাপক খ্যাতি। বলিউডে একচ্ছত্র আধিপত্য বজায় রাখার পর এখন হলিউডেও ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা।

টিভি শো ‘কোয়ান্টিকা’য় তার অভিনয় ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। এরই মধ্যে অভিনয় করেছেন হলিউডের সিনেমা ‘বেওয়াচ’-এ। চলতি বছরের ২৬ মে মুক্তি পাবে সিনেমাটি। সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখা যাবে প্রিয়াংকাকে।

সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করা অভিনেত্রী এখনও বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা হাতে নেননি। তবে ভবিষ্যত চিন্তা নিয়ে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী। জানিয়েছেন, অনেক সন্তানের মা হতে চান ‘দেশী গার্ল’ খ্যাত এ অভিনেত্রী।

মেরি ক্লেয়ার সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে প্রিয়াংকা বলেন, ‘আমি বাচ্চাদের খুবই পছন্দ করি এবং ভালোবাসি। তাদের সঙ্গকে বয়স্কদের চেয়েও বেশি পছন্দ করি। আমি চাই আমার অনেক সন্তান হোক।’

অনেকটা ভাগ্যের ওপর বিশ্বাসী প্রিয়াংকা চোপড়া। প্রেম-ভালোবাসার বিষয়টিও ভাগ্যের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।

প্রিয়াংকা বলেন, ‘ভালোবাসা খুঁজে বেড়ানোর মতো মানুষ আমি নই। নিজ থেকে কোনো ঘটনা তৈরি করাতে বিশ্বাস করি না। ভাগ্য নিয়ন্ত্রিত বেশ কিছু ভালো মুহূর্তের মাধ্যমে আমার জীবন গঠিত হয়েছে।’

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog