প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য রাজনৈতিক আদর্শ ছিলেন বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানী করবস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, জিল্লুর রহমান একসময় আওয়ামী লীগের প্রাণভোমরা ছিলেন, আজ তাকে খুব মনে পড়ছে। তিনি আমাদের রাজনৈতিক আদর্শ ছিলেন। তাকে সামনে রেখেই আমরা রাজনীতি করেছি। তার শূন্যতা আমাদের এখনও ভোগায়।
এর আগে কাদের নেতৃত্বে দলের নেতারা সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জিল্লুর রহমান ২০১৩ সালের ২০ মার্চ রাষ্ট্রপতি থাকা অবস্থায় বার্ধক্যজনিত রোগে সিঙ্গাপুরের এক হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পাঁচটি পৃথক মেয়াদে ১২ বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, অন্যান্য সমমনা সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংস্থা মরহুম নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জ জেলার ভৈরবের উপজেলার ভৈরবপুর গ্রামের বলাকী মোল্লার বাড়িতে জন্ম গ্রহণ করেন জিল্লুর রহমান। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে তাঁর রাজনীতিতে হাতেখড়ি। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের জিএস। তিনি আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। রাজনৈতিক জীবনে কিশোরগঞ্জের ভৈরব-কুলিয়ারচর আসন থেকে তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচত হন।
জিল্লুর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তার স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভী রহমান ২০০৪ সালের ২১ আগস্ট দলীয় জনসভায় গ্রেনেড হামলায় আহত হয়ে ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন।
তাঁদের একমাত্র সন্তান নাজমুল হাসান পাপন বর্তমানে স্থানীয় সংসদ সদস্য। পাপন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরও (বিসিবি) সভাপতি।