1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

নতুন সংস্করণের এ৭

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৩৩০ বার

মহাযুগ ডেস্ক: দেশের বাজারে গ্যালাক্সি এ৭ (২০১৭) সংস্করণটি বেশ সাড়া ফেলেছে বলে দাবি করেছে স্যামসাং কর্তৃপক্ষ। সম্প্রতি বাজারে আসা অ্যান্ড্রয়েডচালিত এই স্মার্টফোন একটি প্রিমিয়াম মডেল। নকশা ও ফিচারের দিক থেকে স্মার্টফোনটিকে মিড রেঞ্জ বা মাঝারি দামের ফোন হিসেবে উল্লেখ করে প্রতিষ্ঠানটি।

ধাতব কাঠামোর গ্যালাক্সি এ৭ স্মার্টফোনটিতে বাঁকানো থ্রিডি গ্লাস ব্যবহৃত হয়েছে। এতে আছে ৫ দশমিক ৭ ইঞ্চি মাপের অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লেটি বেসিক, অ্যামোলেড ফটো এবং অ্যামোলেড সিনেমা—এই তিন মোডে পরিবর্তন করা যায়। অলওয়েজ অন ডিসপ্লে এই বৈশিষ্ট্যটি মিড রেঞ্জ স্মার্টফোনে একটি নতুন সংস্করণ। এতে দিন, তারিখ, সময় ও বিভিন্ন জোনের সময়ের সেটিং কনফিগার করা যায়।

স্মার্টফোনটির পেছনে ও সামনে এফ/ ১.৯ অ্যাপারচারের ১৬ মেগাপিক্সেল ক্যামেরা আছে। স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালো সংস্করণ। এতে আছে সিকিউর ফোল্ডার অপশন, এস বাইক মোড, ডিভাইস মেইনটেন্যান্স ফিচার। ফোনটিতে আরও আছে ১.৯ গিগা হার্টজ এক্সিনোস ৭৮৮০ অক্টাকোর প্রসেসর, ৩ গিগাবাইট র‍্যাম, মাল্টি টি৮৩০ এমপি ৩ গ্রাফিকস প্রসেসর এবং ৩২ গিগাবাইট স্টোরেজ সুবিধা। এটি ২৫৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সমর্থন করে। এটি পানি ও ধুলারোধী। কালো ও সোনালি রঙে ফোনটি বাজারে পাওয়া যায়। এর দাম ৪৪ হাজার ৯০০ টাকা।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog