প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তা চুক্তি না হলে অন্য চুক্তি অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সবচেয়ে বড় কথা স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব বিসর্জন দিয়ে দেশবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না।
বুধবার সকালে জিয়া পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
২০০১ সালে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে ভিত্তিহীন ও অসত্য বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল।
আওয়ামী লীগের পক্ষে নৌকায় প্রধানমন্ত্রীর ভোট চাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করে জনসভা করছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি নৌকা মার্কায় ভোট চাচ্ছেন।
মির্জা ফখরুল বলেন, বিরোধীদলকে সভা-সমাবেশের অনুমতি না দিয়ে বন্দি করে রাখছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর নৌকার পক্ষে ভোট চাওয়ায় প্রমাণ করে দেশে গণতন্ত্র নেই।