প্রতিবেদক: মাগুরা সদর উপজেলায় পিকাপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহত পিকাপ চালক আবু হানিফ ঢাকা ফতুল্লা এলাকার লাল মিয়ার ছেলে। অন্যজনের পরিচয় এখনো যায়নি।
বৃহস্পতিবার ভোরে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বেলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, মাগুরা থেকে-ফরিদপুরমুখী একটি বালু ভর্তি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকাপ হেলপারের মুত্যু হয়। উদ্ধার করে পিকাপ চলককে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে মারা যান।
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক-পিকাপ পুলিশের হেফাজতে রয়েছে। তবে ট্রাকের চালক পালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।