আন্তর্জাতিক ডেস্ক: ওয়েস্টমিনস্টারে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ব্রিটেনের মুসলিম কাউন্সিল।
মুসলিম কাউন্সিল তাদের বিবৃতিতে বলেছে ওয়েস্টমিনস্টারের ঘটনায় তারা স্তম্ভিত ও মর্মাহত। আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি।
বিবৃতি আরো বলা হয়, হামলার উদ্দেশ্য নিয়ে আঁচ অনুমান করার সময় এখনো আসেনি। হতাহতদের প্রতি আমাদের সমবেদনা। পুলিশ এবং জরুরি সেবাব্যবস্থার সঙ্গে জড়িতরা যেভাবে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে তার আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি।
ওই বিবৃতিতে বলা হয়, প্যালেস অফ ওয়েস্টমিনস্টার আমাদের গণতন্ত্রের মূল স্তম্ভ। দেশ ও দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারা যাতে কাজ করতে পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে।
বিবিসি অবলম্বনে