সোমবার সন্ধ্যা ৬টা থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজা।
আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু, জাসদের (রব) শিরিন আক্তার এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সোহেবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।