প্রতিবেদক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে কে চিঠি পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ব্রিটিশ পার্লামেন্ট ভবনের কাছে সন্ত্রাসী হামলার নিন্দা ও হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়ে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির বিশেষ সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন।
সোমবার সকালে বারিধারায় ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল উইংয়ের প্রধান আদ্রিয়ান জোনসের হাতে খালেদা জিয়ার ওই চিঠি পৌঁছে দেন তিনি।
রিপন বলেন, চিঠিতে চেয়ারপারসন জঙ্গি ঘটনার নিন্দা জানিয়েছেন এবং জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছেন। খালেদা জিয়ার ওই চিঠিতে জঙ্গিবাদের বিরুদ্ধে ব্রিটিশ সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়েছে।
এর আগে ঘটনার পরপরই খালেদা জিয়া এক টুইটে ওয়েস্টমিনস্টারে সন্ত্রাসী হামলার’ নিন্দা জানিয়ে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানান।