প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানার কাছে শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে আহত পুলিশের এএসআই জনি দের অবস্থার অবনতি ঘটেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, পাঠানপাড়া এলাকার স্থানীয় জামে মসজিদের কাছে শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশসহ ছয় জন নিহত হয়েছেন। ওই ঘটনায় বোমার স্প্লিন্টারের আঘাতে আরো অন্তত অর্ধশতাধিক আহত হন। বোমা বিস্ফোরণে আহতদের মধ্যে একজন পুলিশের এএসআই জনি দে।