প্রতিবেদক: লক্ষ্মীপুর সদরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওমর ফারুককে (৪২) ১ নম্বর উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে স্থানীয় পাটওয়ারির হাট থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এমর ফারুকের ওপর আক্রমণ চালায়। পরে লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন নান্নু বলেন, পরিকল্পিতভাবে ওমর ফারুককে কোপানো হয়েছে। তার বুকে দুইটি রক্তাক্ত জখমের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় বলেন, গুরুতর আহত হন ওমর ফারুক। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।