1. sardardhaka@yahoo.com : adminmoha :
বুধবার, ০৭ জুন ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন

কাশ্মীরের বিমানবন্দরে গ্রেনেডসহ ভারতীয় সেনা আটক

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩ এপ্রিল, ২০১৭
  • ২১৮ বার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে ২টি গ্রেনেডসহ এক সেনা সদস্যকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে গোপাল মুখিয়া নামের ওই সেনা সদস্যের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশির সময় গ্রেনেড দু’টি উদ্ধার করা হয়। এ খবর দিয়েছে এনডিটিভি।

পুলিশ জানায়, গোপাল মুখিয়া জম্মু কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের কাছে উড়ি সেক্টরে দায়িত্ব পালন করেন। দিল্লিগামী একটি ফ্লাইটে ওঠার সময় বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তল্লাশিকালে তার ব্যাগে গ্রেনেড দু’টি পায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জম্মু ও কাশ্মীর রাইফেলসে কর্মরত ওই সেনা সদস্যকে গ্রেনেড দু’টি ব্যাগে রাখার কারণ সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog