প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি হলে নাকি আমাদের দেশের সকল সামরিক তথ্য ভারতের সামরিক বাহিনীর হাতে চলে যাবে।
তিনি বলেন, চুক্তি হলে যদি তথ্য চলে যায় তাহলে ২০০৪ সালে আপনারা চীনের সাথে সামরিক চুক্তি করেছিলেন কেন?
সোমবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটউশনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ওলামা মাশায়েকদের এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, বাংলাদেশের সামরিক তথ্য দেয়ার জন্যই কি তখন আপনারা সামরিক চুক্তি করেছিলেন?
দেশে চলমান জঙ্গিবাদের উত্থানের সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফর জড়িত বিএনপির এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ভারত সফরের সঙ্গে জঙ্গির সম্পর্ক কী?
তিনি বলেন, ২০১১ সালে প্রধানমন্ত্রীর ভারত সফরে চুক্তির কারণে এখন বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা পালিয়ে ওখানে থাকতে পারে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণের সভাপতি আবুর হাসনাত, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ প্রমুখ।