1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে কফি

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ৩৬২ বার

মহাযুগ ডেস্ক: আমাদের দেশে চা পানকারীর তুলনায় কফি পানকারীর সংখ্যা অনেক কম। দেশের আনাচকানাচে চায়ের দোকান পাওয়া যায়। আর সেখানে সব সময় দু-একজন চা পানকারী পাওয়া যায় না এমন দৃশ্য বিরল। সে তুলনায় কফির দোকান যেমন কম, তেমনি অভিজাত দোকানে ছাড়া কফি পাওয়া যায় না। এ কারণে অনেকে কফি এড়িয়ে চলেন। কিন্তু কফি পান যে কত উপকারী তা একটু জেনে নেওয়া যাক।

১. হৃদরোগের ঝুঁকি কমায় কফি : সকালে ঘুম থেকে ওঠার পর কফি যে শুধু একটি পানীয় তা কিন্তু নয়। এটা যেমন কোলেস্টেরল কমাতে সাহায্য করে তেমনি হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

২. কফি স্ট্রোকের আশঙ্কা কমিয়ে দিতে পারে : কফি পান স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়। বিশেষ করে যেসব মহিলার স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাদের বেলায় এটি বেশি প্রযোজ্য।

৩. কফি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় : যারা অতিরিক্ত কফি পান করেন (দিনে ছয় বা এর বেশি কাপ) তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার শঙ্কা কম থাকে।

৪. কফি পারকিনসনস রোগের ঝুঁকি কমায় : কফি পান ব্রেনের জন্যও ইতিবাচক। স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। যারা অতিরিক্ত কফি পান করে অন্যদের তুলনায় তাদের মস্তিষ্ক বিকৃতি হওয়ার আশঙ্কা ৬৫ শতাংশ কম থাকে।

৫. গলস্টোনের ঝুঁকি কমায় : পরিমিত কফি পান মহিলাদের গলস্টোনের ঝুঁকি কমায়। পুরুষদের জন্য যে উপকারী নয়, তা কিন্তু না। পুরুষদের গলব্লাডার স্টোন ঝুঁকি কমায়।

৬. কফি হজমশক্তি বাড়ায় : কখনো কি লক্ষ করেছেন সকালে রাথরুমে যাওয়ার আগে এক বা দুই কাপ কপি পানের পরও পেটে কোনো সমস্যা হয়নি। আসলে কফি হজমেও সহায়ক।

৭. কফি ক্যান্সারের ঝুঁকি কমায় : নিয়মিত কফি পান ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২৫ শতাংশ কমিয়ে দেয়। লিভার ক্যান্সারের ঝুঁকিও কমায় কফি।

৮. কফি চর্বি পোড়াতে সাহায্য করে : কফি খেলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। এ কারণে অনেকেই কফি এড়িয়ে চলেন। তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে দেখা উচিত। কেননা চর্বি কমানোর জন্য যখন ব্যায়াম করা তখন কফি পান উপকারী। কেননা কফি চর্বি কমাতে সহায়তা করে।

৯. দাঁতের জন্য কফি উপকারী : প্রত্যেকে জানে কফি পানে দাঁত বিবর্ণ হয়ে যায়। তবে এর ইতিবাচক দিকও রয়েছে, যা দাঁতকে ক্ষয় থেকে রক্ষা করে।

১০. কফি মাথাব্যথা প্রতিরোধ করে : কফি পান মাইগ্রেনের সমস্যায় দারুণ কার্যকরী।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog