প্রতিনিধি : পহেলা বৈশাখ উদযাপনকে ‘ইসলামবিরোধী’ বলে প্রচারপত্র বিলির সময় চট্টগ্রামে জামায়াতে ইসলামীর সহযোগী ছাত্রী সংগঠনের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলেন- সরকারি চট্টগ্রাম কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী রাহামুনা রওনক ও অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্রী উম্মে হাবিবা।তারা ইসলামী ছাত্রী সংস্থার ‘দাওয়াতি সদস্য’।
মঙ্গলবার দুপুরে পূর্ব বাকলিয়া আহাম্মদীয়া করিমিয়া সুন্নীয়া ফাজিল মাদ্রাসা থেকে তাদের আটক করা হয় বলে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানিয়েছেন।
তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে পহেলা বৈশাখবিরোধী প্রচারপত্র বিলির সময় মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের ধরে পুলিশে দেয়।এসময় দুই তরুণীর কাছ থেকে কিছু লিফলেটও পাওয়া গেছে।
“পহেলা বৈশাখ উদযাপনকে ‘ইসলাম ও বাঙালি সংস্কৃতিবিরোধী’ বলে তা থেকে বিরত থাকার জন্য লিফলেটগুলোতে আহ্বান জানানো হয় ।”