আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়াতে পাতাল রেলে বিস্ফোরণে ১১ জনের মৃত্যুর ঘটনায় জড়িত এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সেখানে দেখা যায়, কালো রংয়ের পোশাক পরিহিত ওই ব্যক্তির মুখে দাঁড়ি আর মাথায় লম্বা হ্যাট।
প্রকাশিত ছবির ওই ব্যক্তিকে সম্ভাব্য হামলাকারী হিসেবে ধারণা করা হচ্ছে।
সোমবার রাশিয়ার দ্বিতীয় প্রধান শহরটির সেন্নায় পোলশাদ স্টেশনের একটি সাবওয়ে কারে এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ-শতাধিক লোক।
খবর পেয়েই ৮টি অ্যাম্বুলেন্স তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। হামলার পর সেন্নায় পোলশাদসহ আটটি স্টেশনে কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে, হামলাকারীকে মধ্য এশিয়ান বংশোদ্ভূত বলে জানায় রাশিয়ার স্থানীয় গণমাধ্যম। এটি আত্মঘাতী হামলা হতে পারে মনে করা হয়।
হামলাকারী ২৩ বছর তরুণ উগ্রপন্থী ইসলামের মতধারার সাথে সম্পৃক্ত ছিলো বলে জানায় রাশিয়ার অন্যতম সংবাদ মাধ্যম ইন্টারফেক্স। এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে রাশিয়ার কর্তৃপক্ষ। তবে কারা তার সাথে জড়িত থাকতে পারে সে নিয়ে রাশিয়ার সরকার খুব সতর্কভাবে মন্তব্য করে।
হামলার শিকার হওয়া দুটো স্টেশনই শহরের কেন্দ্রে অবস্থিত। এই ঘটনায় সেন্ট পিটার্সবার্গ শহরে তিন দিনের শোক পালন করা হচ্ছে।
রাশিয়ার এই ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।
তবে এই ঘটনার ব্যাপক প্রতিক্রিয়া পড়েছে সেন্ট পিটার্সবার্গ শহরের সাধারণ মানুষজনের ওপর কারণ এমন ঘটনা সেখানে খুবই বিরল।