1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

রাজধানীতে জনভোগান্তি: কোথাও যানবাহনশূন্য আবার কোথাও তীব্র যানজট – See more at: http://www.m.rtnn.net//newsdetail/detail/1/3/172066#sthash.8m95Qc4Q.dpuf

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ১৭০ বার

প্রতিবেদক: ওলামা সমাবেশকে ঘিরে রাজধানীতে চলাচলে ব্যাপক ভোগান্তিতে পড়েছে মানুষ। কোথাও যানবাহনশূন্য আবার কোথাও তীব্র যানজট।

ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওর্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয় দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা ধর্মপ্রাণ আলেম-ওলামা মাশায়েখরা হেঁটে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে যান।

অন্যদিকে যানজটের কারণে সাধারণ যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা গণপরিবহনে বসেছিল। আবার অনেক জায়গায় যানবাহন না পেয়ে বাধ্য হয়ে হেঁটে রওনা দেন গন্তব্যস্থলের দিকে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানীর ২৫ রুটে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। দুপুর ১২টা থেকে রাজধানীর এ ২৫টি পয়েন্টে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। বন্ধ থাকবে সন্ধ্যা পর্যন্ত।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী আজ সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থেকে মৎস্য ভবন ক্রসিং পর্যন্ত এবং শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর ক্রসিং পর্যন্ত দুই পাশের যান চলাচল বন্ধ করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানে আগতদের চলাচল নির্বিঘ্ন করতে বিজয় সরণি, খামারবাড়ী, বাংলামোটর, মগবাজার, পরীবাগ, সাকুরা গলি, পুলিশ ভবন, সবজি বাগান, মিন্টো রোড পূর্ব প্রান্ত, অফিসার্স ক্লাব, কাকরাইল চার্চ, শিল্পকলার গলি, দুদক গলি, কার্পেট গলি, মৎস্য ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, শহীদুল্লাহ হল, বকশীবাজার, পলাশী, নীলক্ষেত, রুমান চত্বর, কাঁটাবন, শাহবাগ এবং আজিজ সুপার মার্কেট ক্রসিং এলাকায় যানচলাচল বন্ধ রাখা হয়েছে। এসব এলাকায় চলাচলকারী যাত্রীরা পড়েছেন বিপাকে। হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকালেই কল্যাণপুর বাসস্ট্যান্ডে গাড়ির জন্য মানুষদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া শ্যামলী, কলেজগেট এলাকায় অনেককেই হেঁটে যেতে দেখা গেছে। মিরপুর-১০ নম্বর থেকে গণপরিবহন চলছে হাতেগোনা।

মিরপুর পল্লবী, সায়েদাবাদ থেকে গণপরিবহন চলাচল বন্ধ। পূর্বঘোষণা থাকায় অফিসগামী যাত্রীরা নিজেদের মতো করে রিকশা বা সিএনজিতে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

আব্দুল আওয়াল নামে এক যাত্রী বলেন, অফিসের কাজে যাবেন গুলিস্তান। কিন্তু যানবাহনের অভাবে যেতে পারছেন না। তাই দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

ফাতেমা নামের একটি মেয়ে জানান, তেজগাঁও এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা শেষে হেঁটে ফার্মগেট পর্যন্ত এসেছি এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন কিন্তু পরিবহন শূন্যতার কারণে দাড়িয়ে আছি।

এদিকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে পল্টন মোড় পর্যন্ত তীব্র যানজটে আটকা বাসযাত্রী বেলাল হোসেন বলেন, পুলিশ বলছে রাস্তায় নাকি ডাইভারশন চলছে। যে কারণে যানবাহন চলাচল গতিহীন। তাই কিছুটা দুর্ভোগ তো পোহাতেই হচ্ছে।

সমাবেশের উদ্দেশ্যে আসা ওলামা মাশায়েখদের যানবাহন আগারগাঁও আবহাওয়া অফিসের পাশে এবং ঢাকার বাইরে থেকে ভাড়া করে আনা বাস রাখা হয়েছে আগারগাঁওয়ের বাণিজ্য মেলা প্রাঙ্গণে। সেখান থেকে মুসল্লিদের দল বেঁধে হেঁটে বা রিকশায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে যেতে দেখা যায়।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog