প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ইঞ্জিনিয়ার মুস্তফা আনোয়ার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। নিজের মালিকানায় থাকা ৪০ লাখ শেয়ার বিক্রি করবেন এই উদ্যোক্তা পরিচালক। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, ইঞ্জিনিয়ার মুস্তফা আনোয়ারের কাছে কোম্পানির ৪২ লাখ ২৬ হাজার ৩৩২টি শেয়ার আছে। এর মধ্যে ৪০ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরেই উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এই উদ্যোক্তা পরিচালক।
প্রসঙ্গত, ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিডেট। বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে এ কোম্পানির শেয়ার।
বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কোম্পানি উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৬১ দশমিক ৬৮ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ৮১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১৫.১৮ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৩৩ শতাংশ শেয়ার রয়েছে।