1. sardardhaka@yahoo.com : adminmoha :
বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২, ১০:১০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ফের ভারতীয় খুন, উদ্বেগ সুষমার

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ৬৫ বার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ফের খুন হয়েছেন এক ভারতীয়। ওয়াশিংটনের একটি কনভেনিয়েন্স স্টোরে বিক্রম জয়সওয়াল নামে ওই ব্যক্তিকে গুলি করে খুন করে মুখোশধারী দুই আততায়ী। এই ঘটনায় টুইটারে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

জানা গেছে, গত বৃহস্পতিবার ওয়াশিংটনের একটি গ্যাস স্টেশনের কনভেনিয়েন্স স্টোরে ওই হামলা চালানো হয়। বিক্রম জয়সওয়াল ওই দোকানের কর্মচারি ছিলেন। মুখোশে মুখ ঢাকা দুই অস্ত্রধারী সেখানে হামলা চালায়। দোকানের যাবতীয় টাকা কেড়ে নেয় তারা। যাওয়ার আগে একজন জয়সওয়ালকে গুলি করে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় ওই ব্যক্তির।

পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তদন্তকারী সংস্থার সঙ্গে যোগযোগ রাখছে সান ফ্র্যান্সিসকোতে ভারতীয় কনস্যুলেট।

ওই দোকানের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই হামলা নিছকই ডাকাতি না এর সঙ্গে বর্ণবিদ্বেষমূলক যোগ রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

মাত্র ২৫ দিন আগে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন বিক্রম জয়সওয়াল। পঞ্জাবের হোসিয়ারপুর জেলার বাসিন্দা তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog