প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রাজধানীর হাজারীবাগে ট্যানারিগুলোর গ্যাস-বিদ্যুৎ-পানিসহ অন্যান্য সেবা সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার সকাল ৯টার দিকে এ অভিযান শুরু হয়।
এ অভিযানে সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযান ঘিরে হাজারীবাগে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বাপেক্স, ওয়াসা, ডিপিডিসি মনোনীত প্রকৌশলীরা। দিনভর গ্যাস-বিদ্যুৎ-পানিসহ অন্যান্য সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
অভিযানের সার্বিক তত্ত্বাবধায়ক পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. রইছউল আলম মণ্ডল জানান, পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) আবু হেনা মোরশেদ জামান, পরিচালক ঢাকা অঞ্চল মো. আলমগীর ও পরিচালক ঢাকা মহানগর সুকুমার বিশ্বাসে নেতৃত্ব অভিযান চলছে।
তিনি আরো জানান, এ অভিযানে অংশ নিয়েছেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে দু’জন ও পরিবেশ অধিদফতরের দু’জনসহ মোট চারজন ম্যাজিস্ট্রেট।
এদিকে অভিযান শুরু হওয়ার পর ট্যানারি কারখানাগুলোর শ্রমিকদের কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। তারা নিজেদের ভবিষ্যত নিয়ে শঙ্কায় আহাজারী করতে থাকেন।