নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্তি জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী মঙ্গলবার এ রায় দেন।
একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
সাজাপ্রাপ্ত নাছির উদ্দিন, মহিন হোসেন ও বাহার আটক থাকলেও অপর আসামি মাসুদ আলম পলাতক রয়েছেন। সাজাপ্রাপ্ত সবার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার রশিদপুর গ্রামে।
পিপি আবুল বাশার বলেন, ২০১৩ সালের ১৮ অগাস্ট রাতে ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে এক গৃহবধূকে তুলে নিয়ে পাশের বাগানে দলবেঁধে ধর্ষণ করা হয়। ঘটনার পরদিন সদর থানায় ওই চারজনের নামে মামলা করেন গৃহবধূ। পুলিশ ওই বছরই ২৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।