1. sardardhaka@yahoo.com : adminmoha :
শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২, ০২:২৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১০৭ বার

প্রতিবেদক: চট্টগ্রামে নগরীর বাকলিয়ায় বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে নগরীর বাকলিয়ার রাজাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বাকলিয়া থানার এসআই মোহাম্মদ শাহীন বলেন ‘রাজাখালী এলাকায় শহরমুখী একটি বাস ও শাহ আমানত ব্রিজগামী (নতুন ব্রিজ) একটি মাহিন্দ্রা টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং ৯ জন গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে বাস ও টেম্পো থানা হেফাজতে রয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, ‘বাকলিয়ায় বাস-টেম্পোর সংঘর্ষে নিহত একজনের মরদেহ এবং ৯ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।’

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog