প্রতিবেদক: পরিবহন খাতে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত গণপরিবহনের সিটিং সার্ভিস বিরোধী অভিযান চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আইনের মাধ্যমেই পরিবহন খাতের বিশৃঙ্খলা সমাধান করে শৃঙ্খলা আনা হবে। এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না।
রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে ‘সিটিং সার্ভিস’ বন্ধসহ যানবাহনের বাম্পার অপসারণ ও অন্যান্য অনিয়ম বন্ধে অভিযান পরিদর্শনকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাম্পার অপসারণ ও অনিয়ম বন্ধে এই অভিযান শুরু হয়েছে। পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত অভিযান চলবে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সবাই নিয়মের মধ্যে এলে কোনো সমস্যাই হবে না। যাত্রীদের ভোগান্তি দূর করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভোগান্তি দূর না পর্যন্ত কাজ করা হবে।
সাতরাস্তার মোড়ে সকাল ৮টা থেকেই নির্বাহী হাকিম মুহাম্মদ আবদুস সালামের নেতৃত্বে বাম্পার অপসারণের কাজ শুরু হয়। কিছু গাড়িচালককে অনিয়মের দায়ে জরিমানাও করা হয়।
এ সময় সেতুমন্ত্রী উপস্থিত থেকে বেশ কয়েকটি ট্রাকের বাম্পার অপসারণ করান। সেইসঙ্গে তিনি অভিযানের কার্যক্রমও পরিদর্শন করেন। অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিআরটিএকে তাগিদ দেন ওবায়দুল কাদের।