প্রতিবেদক: কিছু চাইতে নয়, বন্ধুত্বের জন্য গিয়েছি- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী বন্ধুত্ব পাননি, পেয়েছে আতিথিয়তা। আর আতিথিয়তা পেয়ে তিনি দেশেকে বিক্রি করে এসেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক প্রতিবাদী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজের ৫ বছর অতিবাহিত হওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে তাকে ফিরিয়ে দেয়ার দাবি’ শীর্ষক এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বিএনপি ক্ষমতায় গেলে সব কিছু স্বচ্ছতার সঙ্গে করা হবে উল্লেখ করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, কোনো কাজ টেবিলের নিচে হবে না। সকল দেশের সঙ্গেই চুক্তি হবে স্বচ্ছতার সঙ্গে এবং তা জনগণকে সঙ্গে নিয়েই করা হবে।
যুদ্ধাপরাধীর বিচার আন্তর্জাতিক মানদন্ডে হয়নি দাবি করে আমির খসরু বলেন, আমরা ‘বিএনপি’ ক্ষমতায় গেলে গুম ও খুনের বিচার আন্তর্জাতিক মানদন্ডে করা হবে। বিশ্বের খ্যাতিমান বিচারকরা এখানে থাকবেন। গুম ও খুনের বিচার আন্তর্জাতিকভাবে যেভাবে লেখা রয়েছে সেভাবেই সবাই শাস্তি পাবে। বিএনপির ৫ শত’র অধিক নেতাকর্মীদের গুম করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
হেফাজত ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রীর সমঝোতা প্রসঙ্গে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, খেলতে খেলতে ক্লান্ত হয়ে খেলোয়ারড়া ফাউল করে। আওয়ামী লীগও খেলতে খেলতে এক সময় নিজেদের পোস্টে নিজেরাই গোল করবে।
ইলিয়াস আলীর প্রতি স্মৃতিচারণ করে তিনি বলেন, এই মানুষটিকে (ইলিয়াস আলী) শেখ হাসিনাকে বুঝিয়ে দিতে হবে। অন্যভাবে চুকানো যাবে না। হাতে-নাতে তাকে (ইলিয়াস আলী) বুঝিয়ে দিতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’ র সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমদ আযম খান, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার প্রমুখ।