প্রতিবেদক: রাজধানীর ভাষানটেকে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক (৩০) নিহত হয়েছে। এখন পর্যন্ত নিহত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার ভোর রাত আড়াইটার দিকে ভাষানটেকে লোহার ব্রীজের দেওয়ানপাড়া এলাকা থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়ার পর মৃত্যু হয়।
এ বিষয়ে ভাসানটেক থানার এসআই ইয়াসিন জানান, রাত আড়াইটার দিকে গুলির শব্দ শুনে টহল পুলিশের একটি দল লোহার ব্রীজ এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত যুবককে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহটি ঢামেকের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ ওই যুবকের শরীরে একাধিক গুলির ক্ষতচিহ্ন রয়েছে। তবে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে তা জানা যায়নি।
এর আগে শনিবার ভাষানটেক শ্যামলপল্লী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. মুছা ওরফে চিকনা জামাল (৪০) নামের এক মাটির ঠিকাদার নিহত হন।