প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের গড়া সব ভাস্কর্য কে বা কারা উল্টো করে শিক্ষকদের কক্ষের সামনে রেখে গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটানো হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একজন অফিস সহকারী এ দৃশ্য দেখতে পেয়ে শিক্ষকদের খবর দেন।
চারুকলা বিভাগের দুজন শিক্ষক কনক কুমার পাঠক ও মনিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তারা বলেন, শিক্ষার্থীদের গড়া এ ভাস্কর্যগুলো মাঠে রাখা থাকে। কে বা কারা এক রাতের মধ্যে এ কাণ্ড ঘটিয়েছে।