প্রতিবেদক: চট্রগ্রাম নগরীর আউটার স্টেডিয়ামে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং সাধারণ সম্পাদক নুরুল আজিম রণিসহ সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে কোতয়ালী থানায় মামলা দুটি দায়ের হয়েছে। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম উদ্দিন জানিয়েছেন, পুলিশের উপর হামলা, কর্তব্যকাজে বাধাদানের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। এতে ইমু ও রনিসহ ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
আউটার স্টেডিয়ামে নির্মাণাধীন সুইমিং পুল এলাকায় ভাংচুরের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছেন সংশ্লিষ্ট প্রকল্পের ব্যবস্থাপক। এতে ইমু ও রনিসহ ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন সুইমিং পুল বন্ধের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় নগর ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে কোতয়ালি থানার ওসিসহ পাঁচ পুলিশ এবং নগর ছাত্রলীগের কয়েকজন নেতাসহ অন্ত:ত ২০ জন আহত হয়।