প্রতিবেদক: বিএনপি ছাড়া দেশে জাতীয় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি ছাড়া দেশে জাতীয় নির্বাচন হবে না।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীসহ সকল গুম খুনের বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
সরকারের প্রতি আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশ গ্রহণ করার ব্যবস্থা করুন। খুন গুম- গ্রেপ্তারের ভয় দেখিয়ে বিএনপির নেতাদের দমিয়ে রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষকে পঙ্গু করে, দেশের রাজনীতিকে প্রতিবন্ধী করে প্রধানমন্ত্রী অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভুটান গিয়েছিলেন।
এর আগে প্রধানমন্ত্রীর ভারত সফরকেও ব্যর্থ দাবি করে তিনি বলেন, এ সরকারের পেছনে জনগণ থাকলে প্রধানমন্ত্রী তিস্তা চুক্তি না হওয়া পর্যন্ত অন্য কোনো চুক্তি করতেন না। এ সরকার জনবিচ্ছিন্ন বলে গুম খুন করে ক্ষমতায় টিকে থাকতে চায়।
তিনি অভিযোগ করেন, ইলিয়াস আলীসহ বিএনপির পাঁচ শতাধিক নেতা কর্মীকে গুম করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, শামসুজ্জামান দুদু, খাইরুল কবির খোকন প্রমুখ।