স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে। এর ফরে বাঁহাতি এই অলরাউন্ডার সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজার উত্তরসূরি হলেন।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে হঠাৎ মাশরাফি অবসরের ঘোষণা দেন। তখন থেকেই খোঁজা হচ্ছিল নতুন অধিনায়কের নাম। তার উত্তরসূরি হওয়ার দৌড়ে অবশ্য শুরু থেকেই শোনা যাচ্ছিল সাকিবের নাম।
অবশ্য বোর্ড সভাপতি শ্রীলঙ্কায় থাকার সময়েই আভাস দিয়েছিলেন সাকিবের অধিনায়কত্বের ব্যাপারে। শেষ পর্যন্ত শনিবারের বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিয়েছেন বিসিবি প্রধান।
সাকিব আল হাসান এর আগে বাংলাদেশ দলের অধিনায়ক থাকাকালে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছিলেন ৪ ম্যাচে। ২০০৯ এবং ২০১০ সালে ওই চার ম্যাচের কোনোটিতেই অবশ্য জিততে পারেনি টাইগাররা।