প্রতিবেদক: বাংলাদেশে পড়তে আসা মালদ্বীপের মেয়ে মডেল রাউধা আথিফের লাশ সোমবার কবর থেকে তোলা হচ্ছে।
সিআইডি কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার রাউধার লাশ উত্তোলনের কথা ছিল। কিন্তু ময়নাতদন্তর চিকিৎসক সংকটের কারণে লাশ তোলা সম্ভব হয়নি। ইতিমধ্যে ময়নাতদন্তর জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসকদের সমন্বয়ে একটি কমিটি গঠনের ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে।
যার প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার কথা জানানো হয়েছে। ফলে আগামী সোমবার রাউধার লাশ কবর থেকে তোলা হবে।
তিনি আরো জানান, রাজশাহীর একজন ও সিরাজগঞ্জ হাসপাতালের দুই চিকিৎসকের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তবে চিকিৎসকদের নাম জানাতে তিনি অপরাগতা প্রকাশ করেন।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজশাহী মুখ্য মহানগর হাকিমের আদালত-১-এর বিচারক মাহবুবুর রহমান এ আদেশ দেন।
মৃত্যুর ঘটনায় তার বাবা ডা. মোহাম্মদ আথিফের দায়ের করা হত্যা মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। রাউধার মৃত্যুর পর দায়ের করা অপমৃত্যুর মামলাটিও তদন্ত করবে সিআইডি।
আদালতের পরিদর্শক আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাউধার লাশের আরেকবার ময়নাতদন্ত করতে চায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ জন্য লাশ কবর থেকে তুলতে সিআইডির পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছিল। মঙ্গলবার আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আবুল হাশেম জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ তোলার জন্য অনুমতি দেয়া হয়েছে। তবে কোনো ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন বা কবে লাশ তোলা হবে তা এখনো ঠিক হয়নি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এগুলো ঠিক করে দেবেন। পরে তা মামলার তদন্ত কর্মকর্তাকে জানানো হবে।
জানতে চাইলে রাউধার মৃত্যুর ঘটনায় করা দুটি মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আসমাউল হক বলেন, লাশ তোলার আদেশ পাওয়া গেছে, এ বিষয়টি আমিও শুনেছি। তবে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
২৯ মার্চ রাজশাহীর নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। রাউধা এ কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।