আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন রণতরীকে টুকরো টুকরো করে সমুদ্রে ডুবিয়ে দিতে প্রস্তুত উত্তর কোরিয়া। রবিবার উত্তর কোরিয়ায় শাসক দলের মুখপত্র রোডোং সিনমাম-এ এই হুমকি দেয়া হয়েছে। মাত্র একবারের আঘাতে মার্কিন যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়ে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করতে চায় বলেও দাবি করা হয়েছে ওই সংবাদপত্রে।
পশ্চিম প্রশান্ত সাগরে টহল দিচ্ছে মার্কিন রণতরী। সেখানে যোগ দিয়েছে জাপানও। যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপানের উদ্দেশ্যেও হুমকি বার্তা রেখেছে কিম জং উনের সরকার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস কার্ল ভিনসন কোরিয়ান পেনিনসুলার দিকে এগিয়েছে। উত্তর কোরিয়ার একের পর এক পারমাণবিক ও মিসাইল পরীক্ষার জেরেই ট্রাম্পের এই নির্দেশ।
তবে উত্তর কোরিয়াও যে পিছু হঠছে না, তা তাদের এই হুমকিতেই স্পষ্ট। তাদের সেনাদল যে প্রস্তুত তা দাবি করেছে সরকারি মুখপত্র রোডোং সিনমাম। পাঁচ-পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ। তার মধ্যে দুটি গত বছর এবং তিনটি চলতি বছর চালানো হয়।