আন্তর্জাতিক ডেস্ক: সংক্ষিপ্ত সফরে ২৬ এপ্রিল বাংলাদেশ আসছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ২৪ ঘণ্টারও কম সময়ে ঢাকায় অবস্থান করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, প্রথমে চার দিনের সফরে ২৫ এপ্রিল ঢাকা আসার কথা ছিল তার। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার কম সময় ঢাকা থেকে একটি এনজিও’র উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। মূলত তাদের আমন্ত্রণেই তিনি বাংলাদেশ আসছেন।
এছাড়া, ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। ব্রিটেনে আগাম সংসদ নির্বাচন ঘোষণা হওয়ায় ক্যামেরন তার সফর সংক্ষিপ্ত করেছেন বলে ধারণা করা হচ্ছে।