প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
সোমবার ভোরে উপজেলার গীলাবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাইদুল ইসলাম। সাইদুল উপজেলার শিকারী গ্রামের এরফান আলীর ছেলে।
ভোলাহাট থানা পুলিশ ও ৫৯ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গীলবাড়ি সীমান্তের ২০১ এর ৫ এর সীমান্ত পিলার দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে সাইদুল। এসময় বিএসএফ সদস্যরা টের পেয়ে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে সাইদুল বাংলাদেশের ভূখন্ডে এসে মারা যায়।
এঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আহ্বান করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।
এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ভোলাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন আলী।