1. sardardhaka@yahoo.com : adminmoha :
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:২১ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের ভাস্কর্যটি আমাদের জানিয়ে স্থাপন করা হয়নি: আইনমন্ত্রী

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ৬৮ বার

প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘হাইকোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য নিয়ে প্রশ্ন উঠেছে। যেহেতু সুপ্রিম কোর্ট একটি পবিত্র অঙ্গন, এই পবিত্র অঙ্গন নিয়ে যেন কোন প্রশ্ন না উঠে সেই দিকে সবার খেয়াল রাখা উচিত।’

এ সময় তিনি বলেন, ভাস্কর্যটি আমাদের জানিয়ে স্থাপন করা হয়নি। এটি অপসারণের বিষয়ে প্রধান বিচারপতিই সিদ্ধান্ত নেবেন।

মঙ্গলবার বিচারক প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, সুপ্রিম কোর্টের পবিত্রতা নিয়ে যেন কোনো প্রশ্ন না উঠে সেই দিকে সবার খেয়াল রাখা উচিত।

মঙ্গলবার আন্তর্জাতিক শ্রম আইন বিষয়ে বিচারকদের নিয়ে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। বিচার প্রশাসন প্রশিক্ষক ইন্সটিটিউট এ কর্মশালার আয়োজন করে।

এরআগে এ ভাস্কর্যটি সরানোর বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইনমন্ত্রী জানান, এ ভাস্কর্য ঘিরে যেন কোনো ধরনের অরাজকতা তৈরি না হয় সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

১৭ এপ্রিল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘কোনো ধরনের আলোচনা ছাড়াই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ধরনের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ন্যায়বিচারের প্রতীক গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য বানালেও সেটিকে আবার শাড়ি পরানো হয়েছে।’

গ্রিক দেবী কি শাড়ি পরতো না কি- এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘ভাস্কর্যটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে জাতীয় ঈদগাহে নামাজ পড়া অবস্থায় চোখে পড়ে। এটি আসলেই দর্শনীয় কোনো ভাস্কর্য নয়।’

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog