প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী শুনানির জন্য ২২ মে দিন ধার্য করেছেন আদালত।
অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারছেন না মর্মে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। মঙ্গলবার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তা মঞ্জুর করে এ দিন ধার্য করেছেন। এর মধ্যে ৭টি মামলা স্থগিত করেছেন হাইকোর্ট।
মামলাগুলোর মধ্যে রাষ্ট্রদ্রোহের একটি এবং নাশকতার ১০টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার নাশকতার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।
গত বছরের বিভিন্ন সময়ে মামলাগুলোয় অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সবগুলো মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে খালেদা জিয়া মামলাগুলোয় আত্মসমর্পণ করে জামিন নেন।