প্রতিবেদক: তিনটি পৌরসভা ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়।
এর সাথে কুমিল্লা সিটি করপোরেশনের দুটি ওয়ার্ড, ছয়টি জেলা পরিষদ ও দুটি পৌরসভার কয়েকটি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনগুলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে নির্বাচনী মালামালসহ ভোটগ্রহণ কর্মকর্তারা ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
নির্বাচন হবে মেহেরপুর, সিলেটের বিয়ানীবাজার ও গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায়। টাঙ্গাইলের ভুঞাপুর এবং পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার দুটি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।