প্রতিবেদক : বিশ্ব বার্ষিক সাংস্কৃতিক সম্মেলনের আয়োজক দেশ হতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকোতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে এ প্রস্তাব দেন ইউনেসকো নির্বাহী কমিটির বোর্ডে বাংলাদেশ প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
বিশ্বের নানা প্রান্তের বৈচিত্র্যময় মানুষ ও সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে শান্তির উপায় তৈরিতে বিশ্ব বার্ষিক সাংস্কৃতিক সম্মেলনে আলোচনায় অংশ নেন বিভিন্ন দেশের সাংস্কৃতিক কর্মী, ধর্মীয় নেতা, লেখক, কবি ও শিল্পীরা।
ইউনেসকো নির্বাহী বোর্ডের ২০১তম পর্বে এ সাংস্কৃতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব উত্থাপনের পাশাপাশি কামাল নাসের নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে সাফল্যসহ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
নির্বাহী বোর্ডের চলতি পর্ব বোর্ড সভাপতি মাইকেল ওর্বসের সভাপতিত্বে ২৪ এপ্রিলে শুরু হয়, যাতে ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভায় অংশ নিয়েছেন।
ইউনেসকো নির্বাহী বোর্ডে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম রয়েছেন।