1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

সিলেটের স্কুলে টেপ মোড়ানো বস্তুটি ‘বোমা নয়’

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ৪৭৩ বার

প্রতিবেদক: সিলেট মহানগরীর স্কলার্সহোম স্কুলে পাওয়া টেপ মোড়ানো তার লাগানো বস্তুটি বোমা নয়।

ঢাকা থেকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল সিলেট এসে বুধবার বস্তুটি পরীক্ষা করার পর বিষয়টি নিশ্চিত করেছে বলে সিলেট বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানিয়েছেন।

এ ঘটনায় স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রকে আটক করেছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ‘আতঙ্ক ছড়ানোর জন্যই’ বস্তুটি সেখানে রাখা হয়েছিল।

মঙ্গলবার ওই স্কুল ভবনের সিঁড়ির নিচে টেপ মোড়ানো বস্তুটি পাওয়ার পর আতঙ্ক তৈরি হয়। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

প্রাথমিক পরীক্ষার পর র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর জামসেদুর রহমান মঙ্গলবার বলেছিলেন, বোমা সদৃশ বস্তুটির ‘সার্কিটগুলো কাজ করছে’। আরও নিশ্চিত হওয়ার জন্য ঢাকা থেকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে।

বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা মঙ্গলবার রাতে সিলেটে পৌঁছানোর পর বুধবার সকাল ৯টা থেকে কাজ শুরু করেন। সকাল ১১টার দিকে তারা স্কুল কর্তৃপক্ষকে জানান সেটি বোমা নয়।

তবে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেনি।

স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “বস্তুটি উদ্ধারের পর র‌্যাব সদস্যরা দেখতে পান সেটি বোমা নয়। কাগজ আর এয়ারফোনে লাল টেপ মুড়িয়ে সেটি বোমার মত বানিয়ে রেখে দেওয়া হয়েছিল। ”

ওসি মোশাররফ হোসেন বলেন, দশম শ্রেণির যে ছাত্র বস্তুটি সেখানে রেখেছিল, তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog