1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

কাশ্মীরে সেনা ক্যাম্পে অতর্কিত হামলায় তিন সেনাসহ নিহত ৫

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ১১৮ বার

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের সবচেয়ে উত্তরের জেলা কুপওয়ারার নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনা ক্যাম্পে স্বধীনতাকামীদের হামলায় তিন সেনাসদস্যসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে।

এ হামলায় অাহত হয়েছেন আরো অনেকে। আহত সেনা সদস্যদের মধ্যে একজন অফিসারও রয়েছেন বলে জানা যায়।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, হামলার পরপরই পাল্টা হামলায় অন্তত দুজন স্বধীনতাকামীকে হত্যা করা হয়েছে।

তিনি জানান, ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।

কাশ্মীরের যে এলাকায় বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ন্ত্রণ রেখার কাছে এবং পুরো এলাকাটিতে ব্যাপক সেনা উপস্থিতি রয়েছে।

জেলার যেখানে ক্যাম্পটি রয়েছে সেটি আসলে গ্যারিসন টাউন বা সেনা ছাউনির শহর।

গত ৯ এপ্রিল থেকে কাশ্মীর জুড়ে ব্যাপক সহিংসতা চলছে।

একটি সংসদীয় উপনির্বাচনকে কেন্দ্র করে শুরু হওয়া ওই সহিংসতায় এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত দশজন নিহত হয়েছে।

এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা অভিযানসহ নানা পদক্ষেপ নিয়েছে ভারতীয় সরকার। বন্ধ করে দেয়া হয়েছে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো।

বিবিসি অবলম্বনে

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog