প্রতিবেদক: জাতীয় গ্রিডের আশুগঞ্জ-সিরাজগঞ্জ ও ঘোড়াশাল-ঈশ্বরদী ২৩০ কেভি সঞ্চালন লাইনে বিপর্যয়ের ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে দেশের উত্তর ও দক্ষিণ জনপদের বিস্তীর্ণ এলাকা।
মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত জাতীয় বিদ্যুৎ গ্রিডের একটি সঞ্চালন লাইন মেরামতের মধ্যেই আরেকটি সঞ্চালন লাইনে সমস্যা হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বরিশাল, রাজশাহী, খুলনা ও রংপুর জোনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সেসব এলাকার সব বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম বদরুদ্দোজা খান।
তবে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে ত্রুটির কারণ কী, এ বিষয়ে সুস্পষ্ট কোনো কারণ জানাননি তিনি।
তিনি বলেন, ‘লাইন মেরামতের কাজ চলছে। আশা করি সন্ধ্যার মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে।’