প্রতিবেদক: রাজশাহীর পদ্মায় কালবৈশাখী ঝড়ে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ২ শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন – নগরীর দরগাপাড়া এলাকার সারোয়ার হোসেন রফিক (৪৫), রবিন (২৮), খানপুরের আসাদুল (৪৫), শাহমুখদুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র আবুল আহাদ (৯) ও তামিম (৯)।
রোববার সন্ধ্যার এ ঝড়ে নৌকা ডুবি ও বজ্রপাতসহ বিভিন্ন কারণে মোট নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেল।
লাশগুলো পদ্মার তালাইমারি এলাকার পদ্মায় ভেসে উঠেছিল। যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী ফায়ার সার্ভিসের পরিচালক নুরুল ইসলাম।
রবিবার রাত ৭টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় নগরের দরগাপাড়া এলাকায় পদ্মা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। পদ্মার মাঝের চর থেকে কয়েকজন যাত্রী নিয়ে বড়কুটি ঘাটে ফেরার সময় মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়।
ঝড়ের পর মোট ছয়জন নিখোঁজের খবর ছিল পুলিশের কাছে।
বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন জানান, ছয়জনের মধ্যে চারজন ওই নৌকায় ছিল বলে জানালেও অন্য দুইজন কিভাবে নিখোঁজ হয় তা বলতে পারেনি স্বজনরা।
নিখোঁজ অন্যজন হলেন – নিহত আসাদুলের শ্যালক রাসেল।