গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর শহরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন পেশাগত দায়িত্ব পালন করার সময় গুলিতে আহত হন সাংবাদিক আবদুল হাকিম। ৩ ফেব্রুয়ারি তিনি মারা যান।
এদিকে আবদুল হাকিমের হত্যাকারীদের ফাঁসি, মামলা দ্রুত বিচার আদালতে স্থানান্তর, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকেরা। শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।